April 25, 2024
আঞ্চলিক

প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় আনতে হবে : সিটি মেয়র

 

তথ্য বিবরণী

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে তাদের সমাজের মূলধারায় নিয়ে আসতে হবে। তাদেরকে রাষ্ট্রের সম্পদে পরিণত করতে হবে।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের খুলনা আঞ্চলিক কার্যালয় আয়োজিত ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভোলপমেন্টাল ডিজঅর্ডার (এনডিডি)সহ সবধরণের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ণ’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম অংশীজনদের অবহিতকরণ সংক্রান্ত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল রবিবার বিকেলে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সিটি মেয়র বলেন, বর্তমানে বাংলাদেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা এক কোটি ২০ লাখ। এই বৃহৎ জনগোষ্ঠীকে পেছনে ফেলে রেখে সামগ্রিক উন্নয়ন কখনও সম্ভব নয়। এ বাস্তবতাকে উপলদ্ধি করে শেখ হাসিনার সরকারই প্রথম তাদের জীবনমান উন্নয়নে নানামূখী পদক্ষেপ গ্রহণ করে। প্রতিবন্ধীদের ভাতা প্রদানের পাশাপাশি তথ্যপ্রযুক্তি দক্ষতাবৃদ্ধিমূলক প্রকল্প গ্রহণ করে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। ফলে এক সময় সমাজে যাদের অবজ্ঞা-অবহেলার চোখে দেখা হতো, বর্তমানে তারা স্বাবলম্বী হয়ে আত্মমর্যাদা নিয়ে সমাজে বসবাস করতে পারছে। তিনি সকল প্রতিবন্ধীর প্রতি মানবিক আচরণ করার জন্য সকলের প্রতি আহবান জানান।

সেমিনারে জানানো হয়, এ প্রকল্পের আওতায় বিসিসি প্রধান কার্যালয়সহ সাতটি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে সাতশত জন প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান এবং তাদের নিয়ে চাকরী মেলা আয়োজনের মাধ্যমে তিনশত ৮৪ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া শীঘ্রই ৭টি আঞ্চলিক কার্যালয়ে ৭টি রিসোর্স সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে দুই হাজার আটশ জন প্রতিবন্ধীকে আইসিটি প্রশিক্ষণ দেওয়া হবে। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিসিসির সদস্য (অতিরিক্ত সচিব) মোঃ রেজাউল করিম। সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিসির খুলনা আঞ্চলিক পরিচালক শেখ মোঃ মফিজুর রহমান।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *