May 2, 2024
আঞ্চলিক

পুলিশের বিরুদ্ধে হয়রানী ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

দ: প্রতিবেদক

তালা থানার এক এসআইয়ের বিরুদ্ধে হয়রানী, হুমকি, সম্পত্তি বেদখল করা ও মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়ার অভিযোগ তুলেছেন তালা উপজেলার মোঃ আব্দুল লতিফ নামে এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। হয়রানীর অভিযোগ তুলে ধরে সাতক্ষীরা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন তিনি। প্রতিকার চেয়ে গতকাল মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ওই ভুক্তভোগী। লিখিত বক্তব্যে তিনি জানান, তার ক্রয় করা সম্পত্তির ভুয়া মালিক দাবিদার তালা উপজেলার ইসহাক আলী মোড়লের পক্ষ নিয়ে তালা থানার এসআই মেহেদী হাসান তার পরিবারের ওপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। উক্ত জমি নিয়ে তার প্রতিপক্ষের সাথে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন দায়ের করা রয়েছে। যা এখনও বিচারাধীন। জমিটিতে ১৪২৬ সাল পর্যন্ত খাজনাও পরিশোধ করেছেন তিনি। গত ৭ জুন নিজ জমিতে তার ছেলে নূর হোসেন কাজ করতে গেলে এসআই মেহেদী হাসানসহ প্রতিপক্ষের লোকজন তাদের বাধা দেয়। এসময় এসআই মেহেদী তাকেসহ তার ছেলে ক্রিকেটার ইমরানকে গালাগালি করে এবং ছোট ছেলে নূর হোসেনকে আটক করে নিয়ে যায়। যদিও পরে থানার ওসি তাকে ছেড়ে দেয়। সেখানে কোন মারপিটের ঘটনা ঘটেনি। উক্ত জমি নিয়ে প্রতিপক্ষ গ্রুপটি এসআই মেহেদীকে দিয়ে দখলের চেষ্টা চালাচ্ছে। তিনি এর প্রতিকার দাবি করেন। অভিযোগ অস্বীকার করে তালা থানার এসআই মেহেদী হাসান বলেন,‘আমি কাউকে গালাগালি দেইনি। কেউ যেন বিরোধে না জড়ায় সেটি তদারকি করেছি মাত্র।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *