December 22, 2024
জাতীয়

পুরনো সব ফাইল ছেড়ে প্রধানমন্ত্রীর নববর্ষে নতুন শুরু

দক্ষিণাঞ্চল ডেস্ক

বছরের শেষ দিনে বাকি থাকা সব ফাইলের কাজ শেষ করে নব উদ্যমে নতুন বছরের কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের সব কাজ উনিশেই শেষ করে দিয়েছেন। কোনো ফাইল ২০২০ পর্যন্ত টেনে আনেন নাই। ওনার সব ফাইল উনি ক্লিয়ার করেছেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার প্রথম বছর ছিল ২০১৯ সাল। শেষ দিনে সারা বছরের অবশিষ্ট কাজ শেষ করতে বাড়তি সময় দিতে হয়েছে তাকে।

আশরাফুল আলম খোকন বলেন, প্রধানমন্ত্রীর কাছে প্রচুর ফাইল থাকে। গতকাল বছরের শেষ দিনে আট বক্স ফাইল ছিল প্রধানমন্ত্রীর কাছে। উনি গতকালকেই সব ফাইল পুঙ্খানুপুঙ্খভাবে দেখে ক্লিয়ার করে দিয়েছেন। পুরাতন বছরের সব কাজ নতুন বছর শুরুর আগেই শেষ করেছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *