May 9, 2024
বিনোদন জগৎ

পুনঃতদন্তের দাবি সালমান ভক্তদের

দক্ষিণাঞ্চল ডেস্ক

সালমান শাহর মৃত্যু রহস্য নিয়ে গত ২৪ জানুয়ারি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেন, ‘পিবিআই এর তদন্তে সালমান শাহকে হত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি। পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণায় তিনি আত্মহত্যা করেছেন।’

তবে এ প্রতিবেদন মেনে নিতে পারেনি সালমানের পরিবার ও ভক্তরা। এর প্রতিবাদ ও পুরো বিষয়টি পুনঃতদন্তের দাবিতে শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন সালমান ভক্তরা। আয়োজক কমিটির আহ্বায়ক মাসুদ রানা নকীব বলেন, পিবিআইবির আমরা মানি না। সেজন্যই আমাদের এই মানববন্ধন। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ পুনঃতদন্তের দাবি জানাচ্ছি।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহকে ঢাকার বাসায় নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাকে প্রথমে হলি ফ্যামিলি ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *