April 24, 2024
আন্তর্জাতিক

পুতিন যদি নারী হতেন, তবে তিনি ইউক্রেনে আগ্রাসন চালাতেন না:বরিস জনসন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি নারী হতেন, তবে তিনি ইউক্রেনে আগ্রাসন চালাতেন না। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এমন দাবিই করেছেন।

বরিস জনসনের দাবি, বিষাক্ত পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে পুতিন ইউক্রেনে সেনা অভিযান চালাচ্ছেন। তাই তিনি নারী ক্ষমতায়নের ওপর জোর দেন।বাভারিয়ায় জি সেভেন সম্মেলনের পর একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বরিস এসব কথা বলেন।

বরিস বলেন, ‘পুতিন যদি নারী হতেন, তবে তিনি নিশ্চয়ই এমনটা করতেন না। তিনি হচ্ছেন বিষাক্ত পুরুষতান্ত্রিক মানসিকতার যোগ্য উদাহরণ।’

এসময় তিনি আরও জানান জি সেভেনের নেতারা মনেপ্রাণে চাইছে এই যুদ্ধের সমাপ্তি হোক, তবে এবিষয়ে এখন পর্যন্ত কোনও চুক্তি বা সমঝোতায় পৌঁছানো যায়নি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *