পিরোজপুরে অস্ত্র মামলায় যুবকের ১০ বছর কারাদণ্ড
দক্ষিণাঞ্চল ডেস্ক
পিরোজপুরে অস্ত্র মামলায় অনিক মাহামুদ (২৭) নামে এক যুবককে ১০ বছর কারাদÐ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক এ রায় দেন। এসময় আদালতে আসামি অনুপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত অনিক পিরোজপুর পৌরসভার মাছিমপুর গ্রামের মাহামুদ হাসানের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুরের পৌরসভার মরিচাল গ্রামের বালুর মাঠ এলাকা থেকে অনিককে আটক করে পিরোজপুর সদর থানা পুলিশ। এরপর তার স্বীকারোক্তি অনুয়ায়ী বালুর মাঠ সংলগ্ন মাটির নিচে রাখা একটি শাটারগান জব্দ করা করা হয়। এ ঘটনায় তার নামে পুলিশ বাদী হয়ে সদর থানায় অস্ত্র আইনে থানায় মামলা দায়ের করে। একই বছরের ১৫ অক্টোবর অনিকের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে পুলিশ। সাক্ষ্য ও শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার এ রায় দেন আদালত। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) জহুরুল ইসলাম।