December 31, 2024
জাতীয়

পায়রা বিদ্যুৎকেন্দ্রে ক্রেন দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

দক্ষিণাঞ্চল ডেস্ক

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে নির্মাণের কাজে থাকা ক্রেন দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে বিদ্যুৎকেন্দ্রের ভেতরে এ ঘটনা ঘটে বলে কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান। নিহত ইব্রাহীম খান তারেক (২২) বরিশাল কোতোয়ালি থানার কালিজিরার খায়ের দিয়া হোগলা এলাকার আইয়ুব আলী খানের ছেলে।

ওসি বলেন, সকালে তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্রেন দিয়ে লোহার অ্যঙ্গেল স্থানান্তরের কাজ চলছিল। এ সময় ক্রেন থেকে একটি লোহার অ্যাঙ্গেল ফসকে তারেকের মাথার উপর পড়ে। পরে তাকে আহত অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তারেককে ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের  প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *