April 20, 2024
আঞ্চলিক

পানির জন্য হাহাকারে খুলনাবাসী কষ্ট লাঘবের দাবী উন্নয়ন সংগ্রাম কমিটি

খুলনা মহানগরীসহ জেলার সর্বত্র গ্রীষ্ম শুরুর সাথে সাথে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানির স্তর দ্রæত নিচে নেমে যাওয়ায় গভীর-অগভীর নলকূপ এবং ওয়াসার পূর্বের সংযোগে পানি পাওয়া দুস্কর। গভীর রাতে কিছু পানি পাওয়া গেলেও অন্য সময় পানি উধাও। এতে নগরবাসী পানির জন্য হাহাকারে পড়েছে। ইতোমধ্যে বিত্তশালীরা সাব-মারসেবল বসিয়ে পানির প্রয়োজন সামায়িকভাবে মেটালেও নি¤œ ও নি¤œমধ্যবিত্ত পরিবারসহ সাধারণ মানুষ ব্যয়বহুল সাব-মারসেবল লাইন বসাতে পারছে না। খুলনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের প্রতিষ্ঠান খুলনা ওয়াসাও পানির নতুন সংযোগ ও সরবরাহ এতদিনে করতে না পারায় নাগরিকদের সংগঠনÑবৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে অবিলম্বে পানির বিকল্প ব্যবস্থা করতে ওয়াসার প্রতি দাবী জানান। সেই সাথে জনগণের কষ্টার্জিত বিপুল অর্থ ব্যয় ও চরম ভোগান্তির শিকারের পর ঢিমেতালে ওয়াসার মেগা প্রকল্প সময়মত শেষ না হওয়ায় খুলনাবাসী ক্ষুব্ধ ও হতাশ। তাই এ বিষয়ে অচিরেই কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়ে বিবৃতি দিয়েছেনÑবৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র পক্ষে সভাপতি প্রখ্যাত শ্রমিকনেতা আলহাজ্ব লোকমান হাকিম, মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন ও কোষাধ্যক্ষ আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ। বিবৃতিতে তাঁরা বলেন, ওয়াসা প্রকল্পের ধীরগতির জন্য যারা দায়ী তাদের বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহŸান জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *