পানির জন্য হাহাকারে খুলনাবাসী কষ্ট লাঘবের দাবী উন্নয়ন সংগ্রাম কমিটি
খুলনা মহানগরীসহ জেলার সর্বত্র গ্রীষ্ম শুরুর সাথে সাথে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানির স্তর দ্রæত নিচে নেমে যাওয়ায় গভীর-অগভীর নলকূপ এবং ওয়াসার পূর্বের সংযোগে পানি পাওয়া দুস্কর। গভীর রাতে কিছু পানি পাওয়া গেলেও অন্য সময় পানি উধাও। এতে নগরবাসী পানির জন্য হাহাকারে পড়েছে। ইতোমধ্যে বিত্তশালীরা সাব-মারসেবল বসিয়ে পানির প্রয়োজন সামায়িকভাবে মেটালেও নি¤œ ও নি¤œমধ্যবিত্ত পরিবারসহ সাধারণ মানুষ ব্যয়বহুল সাব-মারসেবল লাইন বসাতে পারছে না। খুলনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের প্রতিষ্ঠান খুলনা ওয়াসাও পানির নতুন সংযোগ ও সরবরাহ এতদিনে করতে না পারায় নাগরিকদের সংগঠনÑবৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে অবিলম্বে পানির বিকল্প ব্যবস্থা করতে ওয়াসার প্রতি দাবী জানান। সেই সাথে জনগণের কষ্টার্জিত বিপুল অর্থ ব্যয় ও চরম ভোগান্তির শিকারের পর ঢিমেতালে ওয়াসার মেগা প্রকল্প সময়মত শেষ না হওয়ায় খুলনাবাসী ক্ষুব্ধ ও হতাশ। তাই এ বিষয়ে অচিরেই কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়ে বিবৃতি দিয়েছেনÑবৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র পক্ষে সভাপতি প্রখ্যাত শ্রমিকনেতা আলহাজ্ব লোকমান হাকিম, মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন ও কোষাধ্যক্ষ আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ। বিবৃতিতে তাঁরা বলেন, ওয়াসা প্রকল্পের ধীরগতির জন্য যারা দায়ী তাদের বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহŸান জানান।