পাকিস্তানে পার্লামেন্টের স্পিকার করোনাভাইরাসে আক্রান্ত
পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সার নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে
বৃহস্পতিবার আসাদ তার স্বাস্থ্য পরীক্ষায় কোভিড-১৯ ‘পজিটিভ’ আসার খবর নিজেই টুইটারে জানিয়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাজনীতিবিদ আসাদ কায়সার। কয়েকদিন আগেও তিনি ইমরানসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন।
আসাদের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে এপ্রিলে পাকিস্তানের সবচেয়ে বড় দাতব্য সংস্থার প্রধান ফয়সাল ইধির সঙ্গে বৈঠকের পর ইমরানের স্বাস্থ্য পরীক্ষায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইমরান ও ফয়সালের ওই বৈঠক হয়েছিল। বৈঠকের কয়েকদিন পরেই ইধি ফাউন্ডেশনের কর্ণধার ফয়সালের কোভিড-১৯ ধরা পড়ে।
করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনায় পাকিস্তানের বিরোধীদলীয় সাংসদরা বেশ কিছুদিন ধরেই পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন ডাকতে আহ্বান জানিয়ে আসছিলেন।
দেশটিতে শুক্রবার সকাল পর্যন্ত ১৬ হাজার ৮০০ জনের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৫তে।
বৃহস্পতিবার ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সার টুইটারে তার আক্রান্ত হওয়ার খবর জানিয়ে বলেন, “আমি বাসায় কোয়ারেন্টিনে আছি।”
আসাদ গত সোমবার প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করেছিলেন। তাছাড়া, ওইদিন রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে একটি ইফতার পার্টিরও আয়োজন করেন তিনি।
এর পরের কয়েকদিনে আসাদের সঙ্গে সরকারের উচ্চপদস্থ আরও কয়েকজন কর্মকর্তার বৈঠক হয়েছে।
সম্প্রতি কয়েক সপ্তাহে পাকিস্তান করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা বাড়িয়েছে। প্রায় ২১ কোটি জনসংখ্যা অধ্যুষিত দেশটি এখন প্রতিদিন ৮ হাজারের কাছাকাছি টেস্ট করছে।
বৃহস্পতিবার একদিনেই দেশটিতে নতুন করে আরও ৯৯০ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
পাকিস্তানের সরকার বলছে, আক্রান্তের সংখ্যা তাদের ধারণার তুলনায় কম দেখা যাচ্ছে। অর্থনৈতিক ক্ষয়ক্ষতি মোকাবেলায় আরও কিছু বিধিনিষেধ তুলে দেয়ার কথাও ভাবা হচ্ছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
আসাদের আগে সোমবার সিন্ধু প্রদেশের গভর্নর ইমরান ইসমাইলের দেহেও করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।