পাইকগাছা পৌরসভার ইমামদের মাঝে ওসি’র ঈদ উপহার
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা পৌরসভার ইমামদের মাঝে ঈদ উপহার প্রদান করেছেন থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ। তিনি শনিবার দুপুরে নিজ কার্যালয়ে পৌরসভা ইমাম পরিষদের সকল ইমামকে ব্যক্তিগতভাবে ঈদ উপহার হিসাবে হাজী টাওয়াল প্রদান করেন। এসময় তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতি এগিয়ে নিতে এবং সমাজের শান্তি শৃংখলা বজায় রাখার জন্য মাদক, জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে ভূমিকা রাখার জন্য ইমামদের প্রতি আহŸান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) রহমত আলী, থানার সেকেন্ড অফিসার আবু সাঈদ, ইমাম পরিষদের সভাপতি মাওঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওঃ রইসুল ইসলাম, মাওঃ সামছুদ্দীন, আবু সাদেক, আব্দুল হাই সিদ্দিকী, আব্দুল কাদির, হাবিবুল্লাহ, মুজিবর রহমান, ইব্রাহীম খলিল ও নূরুজ্জামান।