পাইকগাছা উপজেলা পরিষদ অভ্যন্তরে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন শিশু পার্ক
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা উপজেলা পরিষদকে দৃষ্টিনন্দন করতে এবং শিশুদের চিত্তবিনোদনের জন্য পরিষদ অভ্যন্তরে নির্মাণ করা হচ্ছে শিশু পার্ক। ইতোমধ্যে নির্মাণ কাজ অনেকটাই এগিয়ে গেছে। কাজ দ্রæত গতিতে এগিয়ে নিতে সোমবার সকালে নির্মাণ কাজ পরিদর্শন করেন পার্কের পরিকল্পনা ও বাস্তবায়নকারী কর্মকর্তা ইউএনও জুলিয়া সুকায়না।
পরিদর্শনকালে ইউএনও জুলিয়া সুকায়না বলেন, যোগদানের পর উপজেলা পরিষদকে দৃষ্টিনন্দন করতে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করি। ইতোমধ্যে অনেক পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। কিছু কিছু উন্নয়ন কাজ চলমানও রয়েছে। তবে অত্র এলাকায় শিশুদের চিত্তবিনোদনের তেমন কোন স্থান বা পার্ক নাই। উপজেলা পরিষদে অনেক কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছে। আমরা যারা সরকারি চাকুরি করি পরিবারের ছেলে-মেয়েদের জন্য তেমন সময় দিতে পারি না। ছুটির দিনে প্রতিটি বাবা-মা চাই তাদের বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে কিংবা মনোরম পরিবেশে বেড়াতে। শিশুদের মানসিক বিকাশের জন্য চিত্তবিনোদন অপরিহার্য এবং অত্যান্ত গুরুত্বপূর্ণ। অথচ এলাকায় তেমন কোন স্থান যেমন নেই, নেই কোন পার্ক। শিশুদের চিত্তবিনোদের কথা বিবেচনা করে পরিষদ অভ্যন্তরে একটি শিশু পার্ক নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করি। ইতোমধ্যে নির্মাণ কাজ অনেকটাই এগিয়ে চলেছে। নির্মাণ কাজ সম্পন্ন হলে পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার কোমলমতি শিশুরা চিত্তবিনোদনের সুযোগ পাবে বলে উপজেলা প্রশাসনের নির্বাহী এ কর্মকর্তা জানান।