পাইকগাছায় সবুজ উপকূল ২০১৯ কর্মসূচি অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধি
নামা কর্মসূচীর মধ্যে দিয়ে পাইকগাছা সবুজ উপকুল ২০১৯ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল দেওয়াল পত্রিকা প্রকাশ, সৃজনসীল প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা, গাছের চারা রোপন ও বিতরণ। গতকাল বুধবার সকালে শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ অনুষ্ঠানে আলোচনা সভায় উপক‚লের পড়ুয়াদের প্রতি সবুজ সুরক্ষার আহবান জানান বিশিষ্টজনেরা।
বুধবার সকালে শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীলের সভাপতিত্বে “এসো সবুজের আহবানে, গড়ি সবুজ উপকূল” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম সিদ্দিকী (ফিরোজ)। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, সাবেক অনারারি ক্যাপ্টেন মোহন লাল দাশ, সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু, সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, সবুজ উপকূলের স্থানীয় উদ্যোক্তা ও প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান। শিক্ষার্থী সংগীতা সাধু ও হাসনা খাতুন সুমাইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক জি,এম শওকত হোসেন, মোঃ শহিদুল ইসলাম, কনিকা ঘোষ, শংকর প্রসাদ মুনি, নার্গিস আক্তার, রীতা রায়, ফাতেমা খাতুন, তপন কুমার মন্ডল, মোঃ মহিবুল্লাহ, মাসুম বিল্লাহ, সুশান্ত হালদার, শিক্ষার্থী রমা দেবনাথ প্রমুখ।