September 12, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

পাইকগাছায় বিরল প্রজাতির দুটি তক্ষকসহ আটক ৫

দ. প্রতিবেদক
খুলনার পাইকগাছার গড়ইখালী খেয়াঘাট এলাকা থেকে পাঁচজন চোরাকারবারীকে বিরল প্রজাতির দুটি তক্ষক জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত তক্ষক দুটির আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা। বুধবার জব্দকৃত তক্ষক দু’টি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
আটককৃতরা হল- খুলনার পাইকগাছার মঠবাটি এলাকার হাকিম মোড়লের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩০), একই এলাকার গদাইপুরের বেচুয়া এলাকার রশিদ দপ্তরীর ছেলে জিয়াউল (৩০), পাইকগাছার সাহাবুদ্দিনের ছেলে রুবেল (২৫), পাইকগাছার কাতুলি গ্রামের লিয়াকত আলীর ছেলে রশিদ (২৬) ও মঠবাড়িয়া ইসা বিশ্বাসের ছেলে জয়নাল (৩০)। জব্দকৃত তক্ষক দু’টির আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা।
পরবর্তীতে জব্দকৃত তক্ষক দু’টি পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে পাইকগাছা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়। আটককৃতদের জরিমানা করে ছেড়ে দেয়া হয়। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কোস্টগার্ড।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *