May 3, 2024
আঞ্চলিক

পাইকগাছায় বসতবাড়ীর সামনে প্রাচীর নির্মাণ করার অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা পৌরসভার ২নং ওয়ার্ডের মিজানুর রহমান গাজী নামে প্রতিবেশীর বিরুদ্ধে বসতবাড়ীর সামনে প্রাচীর নির্মাণ করার অভিযোগ উঠেছে। প্রবেশ পথেই প্রাচীর নির্মাণ করায় অবরুদ্ধ হয়ে পড়েছে শফিকুল ইসলাম ও তার পরিবার।

প্রাপ্ত অভিযোগে জানাগেছে, পৌরসভার ২নং ওয়ার্ড গোপালপুর গ্রামের মৃত আফিল উদ্দীন সরদারের ছেলে শফিকুল ইসলাম সরদার পৈত্রিক সম্পত্তির উপর পাঁকা বসতবাড়ী নির্মাণ করে দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। তার বসতবাড়ীর দক্ষিণ পাশে প্রবেশ দ্বারের সাথেই পৌরসভা কর্তৃক নির্মিত ইটের সোলিং রাস্তা রয়েছে। যে রাস্তা দিয়ে শফি ও তার পরিবার যাতায়াত করে থাকে। শফিকুল ইসলাম জানান, প্রতিবেশী প্রতিপক্ষ মৃত হারুন অর রশীদ গাজীর ছেলে মিজানুর রহমান গাজী ২০১৬ সালে একবার আমার প্রবেশের পথে ইটের প্রাচীর নির্মাণ করে। পরে মেয়র ও থানা পুলিশের সহযোগিতায় উক্ত প্রাচীর অপসারণ করা হয় এবং ওই সময় মিজানুর অঙ্গিকার করে ভবিষ্যতে আর কখনো যাতায়াতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। এদিকে শুক্রবার ভোরে সকলের অগোচরে আমার বসতবাড়ীর প্রবেশ পথের সামনে প্রাচীর নির্মাণ করেছে। ফলে আমি আমার পরিবার এবং ভাড়াটিয়া সবাই অবরুদ্ধ হয়ে পড়েছি। বাসার মধ্যে আটকে পড়া কয়েক খানা মটর সাইকেল বের করতে পারছি না। বিষয়টি মেয়র কাউন্সিলর সহ অনেককে অবহিত করেছি। এ ব্যাপারে মিজানুরের স্ত্রী জানান, প্রতিবেশী শফিকুল আমাদের কোন শরিক নয়। তারা তাদের সীমানা বরাবর বসতবাড়ী নির্মাণ করেছে। আমরা যেখানে প্রাচীর দিয়েছি এই রাস্তাটি আমাদের অংশের জায়গা। অবিলম্বে নির্মাণাধীন প্রাচীর অপসারণের দাবী জানিয়েছেন শফিকুল ও তার পরিবার।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *