May 20, 2024
আঞ্চলিক

পাইকগাছায় বসতবাড়ীর নির্মাণ কাজে বাঁধা প্রদানের অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় প্রতিবেশী প্রতিপক্ষদের বিরুদ্ধে ভোগ দখলীয় বসতবাড়ীর নালিশী সম্পত্তির উপর নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এর আগে বাঁধা ও হুমকি প্রদান এবং জবর দখলের আশংকায় প্রতিপক্ষদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়। মামলায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নালিশী সম্পত্তিতে শান্তি শৃংখলা রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানার ওসিকে নির্দেশ দেন।

প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামের বসতবাড়ীর নালিশী সম্পত্তি নিয়ে মৃত আবুল কাশেম মালির ছেলে আব্দুল আলিম মালি গংদের সাথে প্রতিবেশী প্রতিপক্ষ মৃত তাজেল মালির ছেলে বাবলু রহমান মালি গংদের দীর্ঘদিন বিরোধ চলে আসছে। কাশেম মালির ছেলে শহিদুল ইসলাম জানান, আমার পিতা কাশেম মালি পাইকগাছা মৌজায় ১৫৬৩/৫০-৫১ সার্টিফিকেট কেসের মাধ্যমে সিএস ২১ খতিয়ানে এসএ ২৭ খতিয়ানে, এসএ ৫৯৬, ৬২২, ৬২৩, ৬২৪ ও ৬২৮ দাগে ৫.৯৮ একর সম্পত্তির মধ্য হইতে ২.৯৯ একর সম্পত্তি সরকার বাহদুরের নিকট হইতে সেল সার্টিফিকেটের মাধ্যমে প্রাপ্য হয়। যা এসএ জরিপে পিতা কাশেম মালীর নামে রেকর্ড হইয়া চ‚ড়ান্তভাবে প্রকাশিত হইয়াছে। উক্ত তফসিল বর্ণিত সম্পত্তিতে আমরা পরিবার পরিজন নিয়ে পাকা বাড়ী নির্মাণ ও বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষ রোপন করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি। এদিকে প্রতিপক্ষ বাবলু রহমান গংরা জবর দখল সহ হয়রানী করার হুমকি প্রদান করায় প্রতিপক্ষ বাবলুর রহমান, সাহেব আলী, শাহিনুর, মোবারক, ফাতেমা সহ ৮জনকে বিবাদী করে আব্দুল আলিম বাদী হয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ২০২/১৯ নং এমআর মামলা করে। মামলায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নালিশী সম্পত্তিতে শান্তি শৃংখলা রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানার ওসিকে নির্দেশ দেন। আব্দুল আলিম মালী জানান, সম্প্রতি ভোগ দখলে থাকা নালিশী সম্পত্তির উপর আমরা শান্তিপূর্ণভাবে নির্মাণ কাজ করিতেছি। প্রতিপক্ষরা আদালতের নির্দেশনা উপেক্ষা করে আমাদের কাজে বাঁধা প্রদান করে হয়রানী করছে। গৃহবধু ইমু বেগম জানান, প্রতিপক্ষরা আমাদের বিভিন্ন ধরণের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি প্রদান অব্যাহত রেখেছে। প্রতিপক্ষ বাবলুর রহমানের স্ত্রী মনোয়ারা বেগম জানান, তাদের নামে কোন রেকর্ড নাই। তারা জোর পূর্বক নির্মাণ কাজ করার চেষ্টা করছে। এ ব্যাপারে থানার এসআই সাজ্জাত আলী জানান, ঘটনাস্থল পরিদর্শন করে নালিশী সম্পতিতে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য ওসি মহোদয়ের পক্ষ থেকে উভয় পক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *