April 25, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

পাইকগাছায় নৈর নদীর উপর কাঠের সাঁকো মরণ ফাঁদে পরিণত

পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের উত্তর গড়েরাবাদ গ্রামে প্রায় হাজারের অধিক মানুষের বসবাস। সাবেক ইউপি সদস্য কামরুল ইসলাম ও বর্তমান ইউপি সদস্য গ্রামের কয়েক চেন ইটের সলিং করে, বাকি রাস্তা আজও পাঁকা হয়নি। উত্তর গড়েরাবাদ গ্রাম প্রায় ৪কিলোমিটার পথ হইতেছে এর মধ্যে শত শত মানুষের বসবাস, এ গ্রামে শিক্ষার কোন প্রতিষ্ঠান নেই। এ গ্রামের ছেলে মেয়েরা শিক্ষা গ্রহণের জন্য পাশ্বের এলাকা পূর্ব গজালিয়া গ্রামে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সরেজমিনে দেখা যায়, ছেলে-মেয়েরা কয়েক কিলোমিটার পথ পায়ে হেঁটে স্কুলে যেতে হয়, এলাকার মানুষ ও স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী নৈর নদীর উপর দিয়ে সহজে পূর্ব গজালিয়া ডাবল ইটের রাস্তা দিয়ে প্রধান সড়কে আসে। গত দু’বছর আগে উপজেলা পরিষদের বরােদ্দর মাধ্যমে উত্তর গড়েরাবাদ পশ্চিম পাড়া জামে মসজিদের সামনে, নৈর নদীর উপর কাঠের সাকো তৈরি করা হয়। এলাকার মানুষ সহজে সাকো পার হয়ে বিভিন্ন স্থানে চলাচল করতে থাকে, কয়েক মাসের ব্যবধানে সাকো মরণ ফাঁদে পরিনত হয়ে পড়েছে। জনৈক ব্যক্তি বলেন উপজেলা বরাদ্দ অনুযায়ী সাকো তৈরি করা হয়নি, যেন তেন ভাবে সাকো তৈরি করার কারনে দুরুত্ব কাঠের সাকো নষ্ট হয়েছে।
স্থানীয়রা জানান, নৈর নদীর উপর কাঠের সাকো উপজেলার বরাদ্দকৃত অর্থ বর্তমান মেম্বর আক্কাজ ঢালী মাধ্যমে সাকোর কাজ তৈরি হয়।
এ ব্যাপারে ইউপি সদস্য আক্কাজ ঢালীর কাছে মুঠোফোনে যোগাযোগ করলে মোবাইলে তাকে পাওয়া যায়নি। জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজামান বাবু এমপি’র সহযোগিতার মাধ্যমে টেকসই সাকো তৈরি কামনা করেছেন এলাকাবাসী।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *