April 23, 2024
আঞ্চলিক

পাইকগাছায় নিরীহ পরিবারের সম্পত্তি জবর দখল

পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় এক মৌজার জমি অন্য মৌজায় পেশি শক্তি বলে জবর দখল করে একটি নিরীহ পরিবাকে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। যা থানাপুলিশ, ইউপি চেয়ারম্যান ও সার্ভেয়ারের দেয়া প্রতিবেদনে দেখা যায়।
অভিযোগে জানা যায়, পাইকগাছার হিতামপুর মৌজার এস,এ ১/১০, ডি.পি ৩০২নং খতিয়ানের ১.০০ একর সম্পত্তি স্থানীয় আব্দুল মান্নান গাজী ক্রয় করে ধান-মাছ চাষ করে আসছে। গত ৩০ আগস্ট’১৭ তারিখে পুরাইকাটি গ্রামের কামরুল মোড়ল পার্শ্ববর্তী সাতক্ষীরা জেলার খেশরা মৌজার এস,এ ২৩১৩, ২৩১৪, ২৩৩৪, ২৩১৭ ও ২৩২৫ দাগের জমি দাবী করে পার্শ্ববর্তী হিতামপুর মৌজার ২৫১ ও ৯৫১ দাগের মান্নান গাজীর জমি জবর দখল করে। যা নিয়ে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সি,আর ৫৫১/১৭ নং মামলা হয়। আদালত বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য পাঠায়। উক্ত সম্পত্তি পেশি শক্তি বলে জবর দখল করা হয়েছে বলে এস,আই রফিকুল ইসলাম তদন্ত রিপোর্টে দেখা যায়। একই ধরণের প্রতিবেদন রাড়–লী ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদারের ১৮ মে’২০১৭ তারিখে দেয়া প্রত্যয়নে উল্লেখ করেন। ৬ ডিসেম্বর’২০১৮ তারিখের সার্ভেয়ারের জরিপ রিপোর্ট দেখা যায় জবর-দখলকারীরা খেশরা মৌজার জমি হিতামপুর মৌজায় ভোগজাত করছে। অতি সম্প্রতি থানায় অভিযোগের প্রেক্ষিতে সিদ্ধান্ত হয় চলতি বছর উক্ত সম্পত্তি কামরুল মোড়ল ছেড়ে দেবেন। কিন্তু উক্ত মান্নান গাজী অভিযোগ করেন তারা জমি না ছেড়ে জমির মালিকদের নামে হয়রানীমূলক মামলা দেয়ার চক্রান্ত করছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *