January 19, 2025
আঞ্চলিকলেটেস্ট

পাইকগাছার নদ-নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি, বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

পাইকগাছা প্রতিনিধি
পূর্ণিমার প্রভাবে পাইকগাছার নদ-নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে গত দু’দিনে এলাকার কয়েকটি স্থানে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে এবং কয়েকটি স্থানে বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। চরম ঝুঁকিতে রয়েছে ভাঙ্গন কবলিত এলাকার মানুষ। স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী অফিসার ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পূর্ণিমার প্রভাবে গত দুদিন এলাকার শিবসা, কপোতাক্ষ, কড়ুলিয়া, দেলুটি ও জিরবুনিয়া সহ সকল নদ-নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়েছে। জোয়ারের সময় স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট পানি বৃদ্ধি পাচ্ছে। যার ফলে গত দুদিনে এলাকার কয়েকটি স্থানে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে এবং কয়েকটি স্থানে বাঁধ ভেঙ্গে বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়। এতে মৎস সহ কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়। মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কালাম আজাদ জানান রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া- খেশরা নতুন ব্রিজের পাশে পুরাতন খেঁয়াঘাট এলাকা থেকে মঙ্গলবার দুপুরে কপোতাক্ষ নদের জোয়ারের প্রবল স্রোতে প্রায় ৫০ফুট বাধ ভেঙ্গে বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়। এতে মৎস, কৃষি ফসল ও পানের বরজের ব্যাপক ক্ষতি হয়।
সোলাদানা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জানান, একই সময়ে শিবসার জোয়ারের পানিতে ইউনিয়নের সোলাদানা খেঁয়াঘাট সংলগ্ন গুচ্ছগ্রাম তলিয়ে যায়।
দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, বুধবার দুপুরে জিরবুনিয়ার প্রকাশ মন্ডলের লীজ ঘেরের কলগই এলাকা থেকে দেলুটি-জিরবুনিয়া নদীর প্রবল জোয়ারের স্রোতে ১০হাত এলাকা জুড়ে বাঁধ ভেঙ্গে এলাকায় পানি ঢুকে পড়ে।
পাটকেল পোতা গ্রামের আব্দুল্লাহ আল মামুন জানান, সোলাদানা ইউনিয়নের পাটকেল পোতা সানা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওয়াপদার বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন সৃষ্টি হয়েছে। গত দুদিনে প্রায় ৬০ হাত এলাকা জুড়ে বাঁধের কিছু অংশসহ নদী গর্ভে চলে গেছে। যেকোন মুহুর্তে বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। এজন্য আমরা এলাকাবাসী চরম আতংকের মধ্যে রয়েছি। ঝুঁকিপূর্ণ ও ক্ষতি গ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে বলে জানিয়েছেন পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী ফরিদ উদ্দীন।
উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, বুধবার সকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এ সংক্রান্ত জরুরি বৈঠক করেছি। বৈঠকে ক্ষয়ক্ষতি নিরূপণ ও বাঁধ সংস্কারের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পাউবো’র উর্দ্ধতন কতৃপক্ষকে দ্রুত বাঁধ মেরামত ও সংস্কারের জন্য অবহিত করা হয়েছে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *