April 27, 2024
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

পাঁচদিনে ঢাকার বাইরে এক কোটি সিম ব্যবহারকারী

পবিত্র ঈদুল ফিতর উদযাপনে ঢাকা থেকে গ্রাম অভিমুখে জনস্রোত নেমেছে। গত পাঁচ দিনে ঢাকা ছেড়েছে এক কোটি সিম ব্যবহারকারী। এর মধ্যে রোববারই (১ মে) ছেড়ে গেছেন ২৯ লাখ সিমধারী।

মোবাইল অপারেটরদের বরাত দিয়ে সোমবার (২ মে) দুপুরে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, ঈদযাত্রায় ১ মে পর্যন্ত তিনদিনে রাজধানী ছেড়ে যাওয়া সিমের সংখ্যা ৭২ লাখ পাঁচ হাজারের মতো। এর আগের দুদিনে আনুমানিক ৩০ লাখ সিম ঢাকার বাইরে গিয়ে থাকলে সিমের মোট সংখ্যা কোটি অতিক্রম করেছে। ১ মে সর্বোচ্চ প্রায় ২৯ লাখ সিম ঢাকা ছেড়েছে।

মন্ত্রী রোববার বলেছিলেন, এটা শুধু সিমের তথ্য। মানুষের নয়। কারণ অনেকের কাছে একাধিক সিম থাকে। আবার অনেক পরিবার ঢাকা ছেড়েছে, যাদের শিশু বা কিশোরদের কাছে কোনো মোবাইল নেই।

এটা শুধু সিমের তথ্য। মানুষের নয়। কারণ অনেকের কাছে একাধিক সিম থাকে। আবার অনেক পরিবার ঢাকা ছেড়েছে যাদের শিশু বা কিশোরদের কাছে কোনো মোবাইল নেই। মোবাইল অপারেটরদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী পাঁচদিনে আনুমানিক এক কোটি সিম ঢাকার বাইরে গেছে।
মন্ত্রীর তথ্যমতে, এ ঈদে সবচেয়ে বেশি সংখ্যক সিম ঢাকার বাইরে গ্রামীণফোনের। আর সবচেয়ে কম টেলিটকের।

এ বছর ৩০ রমজান পূর্ণ হওয়ায় মঙ্গলবার দেশে (৩ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। যদিও সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে ঈদ উদযাপন হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *