April 19, 2024
জাতীয়

পহেলা বৈশাখ ঘিরে ইন্টারনেটেও পুলিশি নজরদারি বাড়বে

 

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

বাংলা নববর্ষ সামনে রেখে ফেসবুক, টুইটার, ইউটিউবসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মো. জাবেদ পাটোয়ারী। তিনি বলেছেন, পহেলা বৈশাখ ঘিরে কেউ ইন্টারনেটে অপপ্রচার, গুজব বা উসনাকিমূলক বক্তব্য ছড়িয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নিষিদ্ধ জঙ্গি ও সন্ত্রাসী সংগঠনগুলোর বিষয়েও গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি। নববর্ষ সামনে রেখে সোমবার পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভায় তিনি এসব বিষয়ে নিজের বাহিনীকে নির্দেশনা দেন। মানুষ যাতে আনন্দ ও উৎসবের সঙ্গে পহেলা বৈশাখ উদযাপন করতে পারে, সেজন্য পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার আহŸান জানান তিনি। জাবেদ পাটোয়ারী বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ নিরাপদে উদযাপন করা সম্ভব হবে।” রাজধানী ঢাকায় রমনা বটমূল, রবীন্দ্র সরোবর, হাতিরঝিলসহ জনসমাগমস্থল এবং মঙ্গল শোভাযাত্রায় পুলিশ এবং অন্যান্য সংস্থার সমন্বয়ে নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় সভায়। ঢাকা মহানগর পুলিশ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও গাড়ি পার্কিংয়ে বিশেষ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জরুরি উদ্ধার অভিযানের জন্য হেলিকপ্টার প্রস্তুতি রাখবে বলে সভায় জানান হয়। পুলিশ সদর দপ্তর, সকল মহানগর, রেঞ্জ ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কন্ট্রোল রুম স্থাপন করার কথা জানিয়ে সভায় বলা হয়, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের হালখাতা অনুষ্ঠানসহ রেল স্টেশন, লঞ্চ ও বাস টার্মিনালগুলোতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মো. মইনুর রহমান চৌধুরী, এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত মহা পরিদর্শক মোহাম্মদ আবুল কাশেম, অতিরিক্ত মহা পরিদর্শক মো. শফিকুল ইসলাম, এসবির অতিরিক্ত মহা পরিদর্শক মীর শহীদুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. শাহাব উদ্দীন কোরেশী, এনএসআইয়ের পরিচালক মেজবাহ উদ্দিনসহ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *