May 19, 2024
আন্তর্জাতিক

‘পল্টিবাজ’ বলে গালি, ইমরান সমর্থককে পেটালেন শাহবাজপন্থি এমপি

টানা কয়েক সপ্তাহের নাটকীয়তার পর গত সপ্তাহে ক্ষমতাচ্যুত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। প্রধানমন্ত্রিত্ব হাতছাড়া হওয়ায় বিদেশি ষড়যন্ত্রের পাশাপাশি ‘স্থানীয় মীর জাফর’ তথা বেইমানদের দোষারপ করেছেন তিনি। এখানে মীর জাফর বলতে ইমরান যে সদ্য জোটত্যাগী নেতাদের বুঝিয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না। এদের ওপর পিটিআই প্রধানের মতো তার দলের সমর্থকরাও বেজায় ক্ষেপে রয়েছেন। তারই নমুনা দেখা গেলো ভাইরাল এক ভিডিওতে।

পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের খবর অনুসারে, সদ্য পিটিআই-ত্যাগী সংসদ সদস্য নুর আলম খান ও পিপিপি সিনেটর মুস্তফা নওয়াজ খোখার এক বৃদ্ধকে পিটিয়েছেন। অভিযোগ, ওই ব্যক্তি দলছুট পিটিআই নেতাকে ‘পল্টিবাজ’ বলে গালি দিয়েছিলেন।

জানা যায়, নুর আলম ও মুস্তফা নওয়াজ সম্প্রতি ইসলামাবাদের একটি হোটেলে ইফতার করতে গিয়েছিলেন। এসময় কথিত এক পিটিআই কর্মী তাদের গালি দেন। বলা হচ্ছে, ওই বৃদ্ধ নুর আল খানকে পল্টিবাজ বলে গালি দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ভাইরাল ভিডিওতে ক্ষমতাসীন জোটের দুই নেতাকেই ওই বৃদ্ধকে মারধর করতে দেখা যায়। এসময় আশপাশের লোকজন তাদের থামানোর চেষ্টা করছিলেন।

কিছুদিন আগেও নুর আলম খান ছিলেন ইমরান খানের একনিষ্ঠ সমর্থক। কিন্তু গত ৯ এপ্রিল জাতীয় পরিষদে অনাস্থা ভোটের সময় ইমরানের বিপক্ষে ভোট দেন তিনি।

এর আগের এক ভিডিওতে দলত্যাগী এ নেতাকে আরেক ব্যক্তি হুমকি দিচ্ছেন দেখা যায়। ওই ব্যক্তি নুরে আলম খানকে বলছিলেন, ওই লোকগুলো পাকিস্তানে বেচে দিচ্ছে… নুর আলম সাহেব, আমি পেশোয়ারে আসব, দেখাবো আপনি পাকিস্তানের সঙ্গে কী করেছেন। পেশোয়ারের লোকজন সব দেখছে। আপনাকে পেশোয়ারে দেখে নেবো।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *