পরিকল্পিতভাবে নগরীর ড্রেন সংস্কারের দাবী যুব ইউনিয়নের
খবর বিজ্ঞপ্তি
নির্মিতব্য নগরীর ক্ষতিগ্রস্ত ড্রেনের সংস্কার কাজ পরিকল্পিতভাবে করার আহŸান জানিয়েছেন বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নগরীর কেডিএ এভিনিউসহ সংস্কারাধীন ড্রেন সংস্কার বা নির্মাণের নামে অপরিকল্পিত ও অনিয়মতান্ত্রিকভাবে খোঁড়াখুুঁড়ি করে দীর্ঘদিন যাবত ফেলে রাখা হয়েছে, যাতে রাস্তা ফুটপাত ভেঙ্গে ইতোপূর্বে নেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। নেতৃবৃন্দ এ ধরনের উন্নয়ন কজের নামে ইচ্ছাকৃত ভোগান্তি সৃষ্টির তীব্র প্রতিবাদ জানান। অনতিবিলম্বে নির্মাণ বা সংস্কার কাজ সম্পন্ন এবং কাজটি দক্ষতার সাথে করার আহŸান জানান।
বিবৃতিদাতারা হলেন বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার, কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, সাধারণ সম্পাদক প্রভাষক জয়ন্ত মুখার্জী, সহ-সভাপতি অধ্যাপক বিজয় মৈত্র, এড. খান আজরফ হোসেন মামুন, ধীমান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জামসিদ হাসান জিকু, যুব ইউনিয়ন নেতা শেখ আব্দুল হালিম, শাহীনা আক্তার, আফজাল হোসেন রাজু, আজিজুল ইসলাম, ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার প্রমুখ।