পরিকল্পনামন্ত্রীর সাথে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচছা বিনিময়
খবর বিজ্ঞপ্তি
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির সাথে সৌজন্য সাক্ষাত করেছেন খুলনা প্রেসক্লাবের একটি প্রতিনিধি দল। খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব’র নেতৃত্বে বুধবার সকালে খুলনা সার্কিট হাউজে পরিকল্পনা মন্ত্রীর সাথে দেখা করে খুলনা প্রেসক্লাবের উন্নয়নের জন্য বরাদ্দ রাখার আবেদন জানিয়ে পত্র প্রদান করা হয়। মন্ত্রী সার্কিট হাউজে পৌঁছালে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজা, সহকারী সম্পাদক শেখ মাহমুদ হাসান সোহেল ও মাহবুবুর রহমান মুন্না, নির্বাহী সদস্য মোঃ মোস্তফা সরোয়ার ও কৌশিক দে, সদস্য বাপ্পী খান প্রমুখ।