November 25, 2024
আন্তর্জাতিক

পরমাণু অস্ত্র ব্যবহারের শঙ্কা, পুতিনকে যা বললেন বাইডেন

ইউক্রেনে সাম্প্রতিক খানিকটা পিছিয়ে পড়েছে রুশ বাহিনী। তাদের দখল করা অনেক এলাকা ফের নিজেদের দখলে নেওয়ার কথা জানাচ্ছে ইউক্রেন। এই অবস্থায় আরও শক্তিশালী ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পুতিনকে পরমাণু কিংবা রাসায়নিক অস্ত্র ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন।

মার্কিন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়, যদি পুতিন সেরকম (পরমাণু) অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেন তবে তার অবস্থান কী হবে।

এই প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘না, না, না। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভয়াবহ কিছু ডেকে আনতে পারে, পুরো যুদ্ধের চেহারাই বদলে দেবে।’

যদিও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু গত মাসে বলেছিলেন, সামরিক বিবেচনায় পারমাণবিক অস্ত্রের কোনো দরকার নেই।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *