November 27, 2024
জাতীয়লেটেস্ট

পদ্মা সেতুর কার্যক্রমে ফিরেছে শৃঙ্খলা

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের পর টোল প্লাজায় ভিড় কমেছে। দ্রুত টোল পরিশোধ করে সেতু পারাপার হতে পারছে যাত্রীবাহী ও পণ্যবাহী পরিবহণ। আজ বুধবার সকাল থেকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল প্লাজায় যানবাহনের চাপ তৈরি হতে পারেনি।

মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত, ট্রাক উলটে যাওয়া, টোল প্লাজার ব্যারিয়ারে গাড়ির ধাক্কার মতো দুর্ঘটনার পর থেকে সেতু কর্তৃপক্ষ, পুলিশ, সেনাবাহিনী এবং জেলা ম্যাজিস্ট্রেটের টহল কার্যক্রম আরও জোরদার ও কঠোর হয়েছে। একই সঙ্গে টোল প্লাজা এলাকায়ও টহল জোরদার করা হয়েছে। যানবাহন টোল প্লাজায় কোনো অপেক্ষা না করেই টোল দিয়ে পদ্মা সেতু পার করতে পারছে।

অপরদিকে, কিছু সংখ্যক মোটরসাইকেল টোল প্লাজার অদূরে থাকলেও পদ্মা সেতুতে উঠতে না পারায় পিকআপ ভ্যানে করে মোটরসাইকেল নিয়ে পাড়ি দিতে হচ্ছে পদ্মা সেতু।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, ‘সেতুর ওপর মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ থাকায় এখন মোটরসাইকেল পার হচ্ছে না। যানবাহন চলাচল করছে কম এটা বলা যাবে না। সাধারণ পরিবহণ যেমন দূরপাল্লার বাস ট্রাক মিনিবাস পিকআপ সবই চলাচল করছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *