May 20, 2024
জাতীয়

পদ্মাসেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ৫ ব্যক্তি আটক

দক্ষিণাঞ্চল ডেস্ক

পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথা ও রক্ত লাগবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন গুজব ছড়ানোর অভিযোগে দেশের বিভিন্ন এলাকা থেকে ৫ ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হচ্ছে- শহীদুল ইসলাম (২৫), আরমান হোসাইন (২০), ফারুক হোসেন (৫০) ও হায়াতুন্নবী । অপর এক জনের নাম জানা যায়নি। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি মো. মিজানুর রহমান ভূঁইয়া এ তথ্য জানান।

তিনি জানান, পদ্মাসেতু নির্মাণ নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে দেশের বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। এর মধ্যে শহীদুল ইসলামকে (২৫) নড়াইল থেকে র‌্যাব-৬, আরমান হোসাইনকে (২০) চট্টগ্রাম থেকে র‌্যাব-৭, ফারুককে (৫০) মৌলভিবাজার থেকে র‌্যাব-১১ ও হায়াতুন্নবীকে কুমিল­ার লাকসাম থেকে র‌্যাব সদস্যরা আটক করেছে। এছাড়া র‌্যাব-৮ এর একটি দল রাজবাড়ীর পাংশা এলাকা থেকে আরও এক যুবককে আটক করে। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।

মিজানুর রহমান ভূঁইয়া জানান, আটককৃতরা পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথা ও রক্ত লাগবে ফেসবুকে এমন গুজব ছড়িয়েছে। যা জনমনে আতঙ্ক ও বিভ্রান্তির সৃষ্টি করেছে। তাদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *