May 4, 2024
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন পাকিস্তানের বিরোধী জোটের এমপিরা

পাকিস্তানের জাতীয় সংসদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন ১১ দলের সমন্বয়ে গঠিত বিরোধী জোটের এমপিরা। এর ফলে বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়তে যাচ্ছে পাকিস্তান।

পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট নামের এ জোট গত সেপ্টেম্বরে গঠিত হয়। প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করাই তাদের প্রধান এজেন্ডা।

এ জোটে আছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মুসলিম লীগ ও পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপির মতো প্রভাবশালী বড় রাজনৈতিক দল।

পাকিস্তানের জাতীয় সংসদে ক্ষমতাসীন ইমরান খানের তেহরিকে ইনসাফের সঙ্গে ওই জোটের আসন ব্যবধান খুব বেশি নয়।

২০১৮ সালে পাকিস্তানের ক্ষমতায় আসে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই। বিরোধী জোটের দাবি, ইমরান খান ২০১৮ সালের নির্বাচনে কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসেছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *