পচা খেজুর বিক্রির জন্য প্যাকেট হচ্ছিল আড়তে
মেয়াদোত্তীর্ণ ও পচা খেজুর বিক্রির জন্য প্যাকেট করার সময় রাজধানীর বাদামতলী ফলের আড়তে অভিযান চালিয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রোববার বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাদামতলীর আড়তে এই অভিযান চলে বলে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম জানান।
তিনি বলেন, অভিযানে ‘মনির এন্টারপ্রাইজ’ ও ‘রাফিয়া এন্টারপ্রাইজের’ গুদামে মেয়াদোত্তীর্ণ ও পচা দুই টন খেজুর পাওয়া যায়।
“রোজার মধ্যে এসব খেজুর তারা প্যাকেট করে বাজারে বিক্রির জন্য প্রস্তুত করছিল।”
এ ঘটনায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি রাফিয়া এন্টারপ্রাইজের গুদাম ‘সিলগালা’ করে দেওয়া হয় বলে সারওয়ার আলম জানান।
র্যাব-১০ এর সহযোগিতায় এ অভিযান চলে জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বাদমতলী এলাকার পরিবেশ আগের চেয়ে এখন ভালো। তবে যতদিন না পুরোপুরি ঠিক হবে, আমাদের অভিযান চলবে।”