November 25, 2024
খেলাধুলা

ন্যু ক্যাম্পে যা হয়েছে, সেটা লজ্জার

খেলাটা বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে। অথচ ফ্রাঙ্কফোর্টের বিপক্ষে সেটা বোঝার উপায় কী! গ্যালারিজুড়ে সাদা জার্সির সমর্থকদের ছড়াছড়ি। চিৎকারটাও ছিল কাতালান ক্লাবটির বিপক্ষে। ম্যাচেও তার প্রভাব পড়েছে ভালোভাবেই। ফ্রাঙ্কফোর্টের বিপক্ষে ৩-২ গোলে হেরে ইউরোপা লিগ থেকে বিদায় নিয়েছে বার্সা।

জানা গেছে, ফ্রাঙ্কফোর্টের অন্তত ৩০ হাজার দর্শক উপস্থিত ছিলেন ন্যু ক্যাম্পে। এটা সম্ভব হয়েছে বার্সার সিজন টিকিট কেনা সমর্থকরা তাদের টিকিট বিক্রি করায়। এই ঘটনা বার্সেলোনার জন্য লজ্জার বলে মনে করছেন ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তাও। ভবিষ্যতে আর এমন কিছু হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি।

লাপোর্তা বলেছেন, ‘আমরা আজ যেটার মুখোমুখি হয়েছি সেটা লজ্জার। এটা আর কখনো হতে পারে না। কী হয়েছে এই ব্যাপারে আমাদের কাছে অনেক তথ্য আছে আর আমাদের সময় দরকার এটা কাটিয়ে উঠতে। এরপর আমরা পরিমাপ করবো, ব্যাখ্যা করব তাদের কাছে আর এমন কখনো হতে পারে না কারণ এটা অত্যাচার।’

‘আমরা নির্দিষ্ট পরিস্থিতি এড়াতে পারিনি কিন্তু এখন থেকে আমাদের আরও কঠোর হতে হবে ও ভবিষ্যতে এটি এড়াতে কীভাবে অনুমতি দেওয়া যায় তা দেখতে হবে। আমরা একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হয়েছি। একজন কিউলার হিসাবে আমি লজ্জিত বোধ করছি ও আমি যা দেখেছি তার জন্য আমি সত্যিই দুঃখিত।’

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পর ইউরোপা লিগই ভরসা ছিল বার্সেলোনার। লিগেও তারা শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে পিছিয়ে আছে ১২ পয়েন্টে। এবার ফ্রাঙ্কফোর্টের কাছে হেরে ইউরোপা লিগ থেকেও বিদায় নিতে হলো। বার্সা সভাপতি বলছেন, সব ভুলে তাকাতে হবে ভবিষ্যতের দিকে।

তিনি বলেছেন, ‘ফুটবলে এমন কিছু ঘটতেই পারে। যদিও আমরা রাগ ও কষ্টে আছি আমাদের তবুও ভবিষ্যতের দিকে তাকাতে হবে ও লিগের জন্য লড়াই করতে হবে। এটা চলবে। আমাদের এসব কাটিয়ে উঠে সোমবার আবারও সমর্থকদের মাঠে আসতে বলতে হবে।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *