ন্যাশনাল পিপলস্ পার্টির কম্বল বিতরণ
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নবপলী কমিউনিটি সেন্টারে খুলনা মহানগর ন্যাশনাল পিপলস্ পার্টির উদ্যোগে তীব্র শীতার্ত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
মহানগর সভাপতি শেখ এস এ গফফারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাড. মেহেীদ ইনছারের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি শেখ নূর ইসলাম, সহ-সভাপতি শেখ মোতালেব হোসাঈন, নিবাহী সদস্য মোঃ জাহাঙ্গীর আলম (কালাম), রতন কুমরার সাহা, এম এ লতিফ, প্রশান্ত কুমার ব্যানার্জী, আব্দুল কুদ্দুস সরদার, মধূ আকতার মারিয়া (ইশা), মারজাহান আকতার মুন্নি, স্নিগ্ধা দেবী, বিলার হোসেন, শ্রাবণী আকতার প্রমুখ।