January 9, 2025
জাতীয়

নোয়াখালীতে সহপাঠীদের হাতে প্রাণ গেল কলেজছাত্রের

 

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মোবাইল ফোন নিয়ে বিতণ্ডার জেরে সহপাঠীদের পিটুনি ও ছুরিকাঘাতে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে চৌমুহনী পৌর এলাকার আলীপুরে এ ঘটনা ঘটে বলে বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ জানান।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ রাতেই আটজনকে আটক করেছে বলে জানান তিনি। নিহত যোবায়ের হোসেন (১৯) সেনবাগের কাজিরখীল গ্রামের মোশারফ হোসেনের ছেলে। বেগমগঞ্জের আলীপুরে তাদের বাসা। নোয়াখালী সরকারি কলেজে একাদশ শ্রেণিতে পড়ছিল সে।

অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ বলেন, কয়েক দিন আগে মোবাইল ফোন নিয়ে যোবায়ের ও তার সহপাঠী রাকিবের মধ্যে মারামারি হয়। এর জেরে মঙ্গলবার রাতে রাকিব, আশরাফ, জনি, মেহেরাব ও আবিরসহ ১০-১২ জন মিলে যোবায়েরকে ধরতে যায়। এক পর্যায়ে তারা যোবায়েরকে পিটিয়ে ও ছুরি মেরে গুরুতর জখম করে। রাতে যোবায়েরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে বলে শাহজাহান শেখ জানান।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *