‘নেইমার নয়, এমবাপেকে কেনা উচিৎ রিয়ালের’
রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো দ্য লিমা বিশ্বাস করেন, তার স্বদেশি নেইমার জুনিয়রের চেয়ে কাইলিয়ান এমবাপেকে কেনাই ভালো হবে স্পেনের রাজধানী ক্লাবটির জন্য। এমন ভাবনার পেছনে যুক্তিটাও বেশ জোরালো উপস্থাপন করেছেন রোনালদো।
ক্যারিয়ারের যেকোনো পর্যায়ে রিয়ালের হয়ে খেলার ইচ্ছা রয়েছে এমবাপের। স্প্যানিশ ক্লাবটি চাইছে ২০২১ সালের মধ্যেই এমবাপেকে দলে ভেড়াতে। অন্যদিকে ২০১৭ সালে প্যারিস সেইন্ট জার্মেইতে নাম লেখানোর নেইমারের ব্যাপারেও প্রায়ই শোনা যায় রিয়ালে যোগ দেয়ার গুঞ্জন।
কিন্তু একসঙ্গে দুই বড় তারকাকে দলে ভেড়ানো বেশ কঠিনই হবে রিয়ালের জন্য। তাই রোনালদো চাইছেন, রিয়াল যেন নেইমারকে নয়, বরং এমবাপেকেই দলে নেয়। কেননা বয়স কম হওয়ায় নেইমারের চেয়ে বেশিদিন সার্ভিস দিতে পারবেন এমবাপে।
এক ওয়েবিনারে রোনালদো বলেছেন, ‘এখন আসলে বিষয়টা এমন নয় যে, একজনের চেয়ে অন্যজন ভালো। কিন্তু রিয়াল মাদ্রিদ যদি বড় কোনো বিনিয়োগ করতে চায়, সেটা ভবিষ্যতের কথা চিন্তা করেই করতে হবে। নেইমারের বয়স ২৮, এমবাপের ২২। বিনিয়োগ করতে চাইলে, তরুণ খেলোয়াড়কেই আনা উচিৎ।’
আপাতত নেইমার-এমবাপে দুজনই প্রস্তুতি নিচ্ছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলার জন্য। রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লিসবনে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে তারা। পিএসজির ইতিহাসের প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার জন্য সমান তালে পারফর্ম করতে হবে নেইমার-এমবাপে দুজনকেই।
এ ম্যাচে নেইমারের ওপর নিজের আস্থার কথা প্রকাশ করে রোনালদো বলেছেন, ‘মৌসুমটা পরিপূর্ণ করতে এখন তার চ্যাম্পিয়নস লিগ জেতা বাকি। গত কয়েক ম্যাচে সে দুর্দান্ত খেলেছে, বিশেষ করে পর্তুগালে হওয়া ম্যাচগুলোতে। অনেক বেশি গোলের সুযোগ তৈরি করেছে। যদিও ফিনিশিং দুর্বল ছিল। তবে ফাইনাল ম্যাচে ভাগ্য সাথে থাকলে সে গোল পেয়ে যাবে।’