May 19, 2024
আন্তর্জাতিক

নির্বাচনের ফলাফল কখনো জানা নাও যেতে পারে: ট্রাম্প

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল কখনোই জানা নাও যেতে পারে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এমনকি ‘পাগল ন্যান্সি পেলোসি’ও (হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার) প্রেসিডেন্ট হয়ে যেতে পারে।

প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের চেয়ে বেশ কিছু জরিপে পিছিয়ে রয়েছেন ট্রাম্প। আগামী সপ্তাহের রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের আগে এক বক্তব্যে ট্রাম্প এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এই নির্বাচনের শেষটুকু আপনারা কখনো জানতে পারবেন না, আমার মতে, কয়েক সপ্তাহ, মাস, অনেক বছর বা হয়তো কখনোই নয়। ’

‘এ বছর শেষের আগে নির্বাচনের ফলাফল জানতে না পারলে, পাগল ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট হয়ে যেতে পারে, জানেন নিশ্চয়ই?’

এর আগে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রে যে ‘অন্ধকার সময়’ চলছে, তার অবসান ঘটাবেন বলে অঙ্গীকার করেছেন।

ডেলাওয়্যারে ডেমোক্র্যাটিক কনভেনশনের শেষে এক বক্তব্যে বাইডেন বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রকে অন্ধকার চাদরে ঢেকে রেখেছেন, তিনি অনেক বেশি রাগ, অনেক বেশি ভয়, অনেক বিভাজন তৈরি করেছেন। ’

এসময় করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় ট্রাম্পের পদক্ষেপ নিয়েও সমালোচনা করেন বাইডেন।

এদিকে, ট্রাম্প বলেছেন, বাইডেন যেখানে ‘যুক্তরাষ্ট্রের অন্ধকার’ দেখছেন, তিনি সেখানে ‘যুক্তরাষ্ট্রের মহিমা’ দেখছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *