April 24, 2024
আঞ্চলিক

নুসরাত হত্যার বিচার দাবিতে নগরীতে সনাক’র মানববন্ধন

 

 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহানের হত্যাকান্ডের ন্যায়বিচার ও দায়ীদের বিরূদ্ধে আইনের কঠোরতম প্রয়োগ নিশ্চিতে দাবিতে গতকাল মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটে একযোগে দেশের ৪৫টি সনাকে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তারই অংশ হিসেবে সনাক, খুলনা শহীদ হাদিস পার্কের সামনে এক ‘মানববন্ধন’ কর্মসূচির আয়োজন করেন। নুসরাত হত্যাকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের ক্ষেত্রে কোন প্রকার ভয় বা করুণার উর্দ্ধে উঠে সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ায় তাদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে সনাক, খুলনা।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস বন্ধু সদস্য, খুলনা বিশ^বিদ্যালয়ের একজাঁক শিক্ষার্থী এবং সমমনা এনজিও সুশীলন, অগ্রযাত্রা ও খুলনা রেড ক্রিসেন্ট ইউনিট। মানবন্ধনে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনার সহ-সভাপতি শামীমা সুলতানা শীলু।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *