December 30, 2024
আঞ্চলিক

নিসচা’র খুলনা জেলা সভাপতি হাছিবের মায়ের মৃত্যুতে শোক

খবর বিজ্ঞপ্তি

নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা জেলা শাখার সভাপতি মো: হাছিবুর রহমান হাছিবের মাতা আছিয়া বেগম আজ বাগেরহাটে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন(ইন্না ইল্লাহি. . .রাজিউন)। মৃত্যুকালে  বয়স হয়েছিল ১০৮ বছর। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র খুলনা জেলা সাধারন সম্পাদক এসএম ইকবাল হোসেন বিপ্লব, এ্যাড. মো: বাবুল হাওলাদার, নিখিল কুমার বিশ্বাস, আজিজুল ইসলাম, খাইরুল ইসলাম জনি, এমএ কাশেম,রমা দাশ, আফজাল হোসেন রাজু,শেখ মনির আহমেদ মুন্না,এসএমএ রহিম, শেখ মো: নাসিরউদ্দিন, প্রভাষক এসএম সোহেল ইসহাক, এম মোস্তফা কামাল, এ্যাড.মেহেদী ইনছার,ইশরাত আরা হীরা, কামরুল কাজল, আনোয়ারা পারভীন পরি, শিরিনা পারভীন,মো: সাইফুল ইসলাম, রাকিবউদ্দিন ফারাজী, বনানী আফরোজা, শামসুন নাহার লিপি, দেশ আহমেদ রাজু, মো: হায়দার আলী, হোসাইন মো: ইউছা ওয়ায়েজ আররাফী নাজু,মাহমুদা আক্তার, মো: শহিদুল ইসলাম, মো: সাইফুল রহমান, সোলায়মান,নাজমুল সহ জেলা শাখার কায্যনির্বাহী সদস্য ও সাধারন সদস্যগন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *