May 6, 2024
খেলাধুলা

নিরাপত্তা নিশ্চিত হলে পাকিস্তানে যাবে বাংলাদেশ ক্রিকেট দল

ক্রীড়া ডেস্ক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, পাকিস্তান নিরাপত্তা নিশ্চিত করতে পারলে বাংলাদেশ ক্রিকেট দল সেখানে খেলতে যাবে। তা না হলে আসন্ন ক্রিকেট খেলতে বাংলাদেশ দল পাকিস্তানে যাবে না। মঙ্গলবার সন্ধ্যায় সাভারে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপিতে) ‘প্রমিলা ইনডোর ক্রিকেট ভবন’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার ঘটনায় এখনো বাংলাদেশের খেলোয়াড় ও তাদের পরিবারের মধ্যে আতঙ্ক কাটেনি। খেলোয়াড়রা বাংলাদেশের সম্পদ তাই সরকার তাদের সব ধরণের সুযোগ-সুবিধা দিচ্ছে।

জাহিদ আহসান বলেন, একাদশ জাতীয় সংসদের সরকার অত্যন্ত ভালোভাবে এ বছরটা (২০১৯) পার করেছে। আমি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সফলভাবে পরিচালনা করেছি, কোথাও কোনো দুর্নীতি হয়নি। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রাশীদুল হাসানসহ প্রমুখ।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *