May 4, 2024
ফিচারলেটেস্ট

নিরব দর্শনে

দিলরুবা ইয়াসমিন কলি

বিচিত্র এই পৃথিবী! বিচিত্র মানুষের চিন্তা ও কর্ম! তবে সকলেই যেন একই উদ্দেশ্যে ছুটে বেড়ায়। সঙ্গী, অর্থ- সম্মান অর্জনের উদ্দেশ্যই মানবের জীবনকাল অতিবাহিত হয়।

পৃথিবীর এই রঙ্গমঞ্চে উদ্দেশ্য পূরণে সকলেই অভিনয় করে চলছে ভিন্ন ভিন্ন চরিত্রে। পাওয়া না পাওয়ার দ্বন্দ্বে সংক্ষিপ্ত এই সহজ সুন্দর জীবনটাকে মানুষ অযথাই জটিলতায় ভরিয়ে তোলে। এমন সব জটিল ক্রিয়াকর্মে মনসংযোগ করলে মস্তিষ্কের মধ্যে টর্নেডো ঝড় শুরু হয়।

তাই মন প্রশান্ত রাখতে নিরব দর্শক হয়ে নির্মল প্রকৃতিকে দর্শন করতে হয়।

সীমাহীন নীল আকাশে চোখ বুলালে মন হয় প্রসারিত। ডানা মেলানো উড়ন্ত পাখি দেয় স্বাধীনতার স্বাদ। বাতাসের গতি, বহমান নদী, দন্ডায়মান পাহাড়, প্রতিনিয়ত সজীব বৃক্ষের বিকশিত হওয়া সবই প্রাণের স্পন্দনের বহিঃপ্রকাশ।

জলের মাঝে ছোট ছোট ঢেউগুলো আনন্দে নিত্য করে এগিয়ে যায় বাতাসের বিপরীতে। মৃদু হাওয়া এসে প্রকৃতির গা ছুয়ে দিচ্ছে অবিরত।

ক্ষুদ্র রঙিন ঘাস ফুল গুলো মাথা উঁচু করে বাঁচবার তাড়না। শৃঙ্খলিত পিপীলিকাগুলো খাদ্য সঞ্চয় সদা ব্যস্ত। সবুজ ঘাসের মাঠে পশুদের খাদ্য গ্রহণের ব্যস্ততা। ঘাসে ঘাসে ঘাস ফড়িংয়ের সিটকে ওঠা। ঝাঁক বাধা ফড়িংয়ের চঞ্চলতা। বৃক্ষের শাখায় পাখিদের ব্যস্ততা।

ঘন কালো মেঘেদের দ্রুত ছুটে চলা। আবদ্ধ জলে টুপ টুপ বৃষ্টির ফোঁটা। প্রতিটা ফোটায় জল তরঙ্গ সৃষ্টি করা আবার মিলিয়ে যাওয়া। বৃষ্টি ভেজা লতাপাতার গোসল শেষে আবার সজীব হয়ে ওঠা। ভেজা পাতার জল গড়িয়ে টুপ টুপ করে মাটির দিকে আছড়ে পড়া। জীবন্ত সবুজ বৃক্ষগুলো স্থির দাঁড়িয়ে থেকে কেবল প্রতিদান দেওয়া।

বিচিত্র ফুলেদের বিচিত্র সৌন্দর্য ও সুবাস ছড়ানো। রঙিন ডানা মেলানো প্রজাপতির ফুলে ফুলে ওড়া।

ভোরের নিশ্চুপ প্রকৃতির মাঝে সূর্যের মিষ্টি আলোর প্রভা।গোধূলির আকাশের ক্যানভাসে রঙিন মেঘেদের নানা দৃশ্যের অবতারণা।

প্রকৃতির এই নির্মলতা ও রহস্যময় রূপান্তরের ঘটনায় মনসংযোগ করলেই মন থাকে নির্মল ও প্রশান্ত।

শেয়ার করুন: