নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপি’র মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
এলপি গ্যাস-চাল-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেছেন, সরকার শেয়ার বাজার, রাষ্ট্রয়ত্ত ব্যাংক ও উন্নয়নের ধোঁয়া তুলে মেগাপ্রকল্পের নামে সীমাহীন লুটপাটে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চলেছে। আমদানী-রপ্তানীর মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য-দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে একদিনে দেশের সীমিত আয়ের সাধারণ মানুষকে সীমাহীন দুর্ভোগে ফেলে জনগনের পকেট কাটছে; অন্যদিকে অনিয়ম-দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে কালোটাকার পাহাড় বৈধ করছে।
আর এসব ব্যর্থতার সমুচিত জবাবের ভয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার হয়রানিমুলক মামলায় কারান্তরীণ রেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রহসনের মামলা দিয়ে দেশে ফেরার পথরুদ্ধ করে রেখেছে।
গতকাল সোমবার বেলা ১২টায় কে.ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। খুলনা মহানগর ও জেলা বিএনপি এ মানববন্ধনের যৌথ আয়োজক।
বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, মনিরুজ্জামান মনি, শাহারুজ্জামান মোর্ত্তজা, আমির এজাজ খান, মীর কায়সেদ আলী, সেকেন্দার জাফরউলাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, সৈয়দা রেহেনা ঈসা, সিরাজুল হক নান্নু, কামরুজ্জামান টুকু, মেজবাউল আলম, মোঃ মুজিবর রহমান, একরামুল হক হেলাল, মাহবুব হাসান পিয়ারু ও সেখ কামরান হাসান। আসাদুজ্জামান মুরাদ ও আশরাফুল আলম নান্নু’র সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স ম আব্দুর রহমান, সিরাজুল ইসলাম মেঝভাই, শেখ ইকবাল হোসেন, এমএ রহমান বাবুল, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, ইকবাল হোসেন খোকন, শফিকুল ইসলাম তুহিন, মহিবুজ্জামান কচি, মুর্শিদুর রহমান লিটন, শাহিনুল ইসলাম পাখী, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, সাদিকুর রহমান সবুজ, ইউসুফ হারুন মজনু, শেখ শাহজাহান, সাজ্জাদ আহসান পরাগ, মুর্শিদ কামাল প্রমুখ।