নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতিরোধে সরকার ব্যর্থ : নগর বিএনপি
খবর বিজ্ঞপ্তি
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতিরোধে সরকারের ব্যর্থতাকে দায়ী করেছে খুলনা বিএনপি। মাসের পর মাস চাল, ডাল, তেল, পেয়াজ, রসুন, আদা ও সবজির মূল্য আকাশ চুম্বি হওয়ায় জনগন দিশেহারা হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে হওয়ায় নিম্ন আয়ের মানুষের দীর্ঘ শ্বাসে আকাশ-বাতাস ভারী হয়ে পড়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে বাজার নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়ে বলেন, সরকার ব্যর্থ হলে পদত্যাগ করতে হবে।
বিবৃতিদাতারা হলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ