নিউইয়র্কে করোনায় বাংলাদেশি আইনজীবী সাইদ আলীর মৃত্যু
নগর যুবলীগ ও ছাত্রলীগের শোক
দক্ষিণাঞ্চল ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশি আইনজীবী সাইদ আলী হায়দার। তার বয়স হয়েছিল ৪২। কর্মজীবনে একজন ইমিগ্রেশন আইনজীবী ছিলেন সাইদ আলী হায়দার। নিউইয়র্কের কোনি আইল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
স্থানীয় সময় সোমবার দুপুরে তিনি মারা যান। সাইদ আলী হায়দারের আরেক পরিচয় তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের শ্যালক। তার মৃত্যুর খবরে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা শোক প্রকাশ করছেন।
শোক প্রকাশ : এদিকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সোহেল এর শ্যালক সাইদ আলী হায়দার এর রুহের মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন ও খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ