নারী অধিকার প্রতিষ্ঠায় ‘প্রজেক্ট উই’
রেজওয়ান আহম্মেদ, খুবি
ছোটবেলা থেকেই নারীদের প্রতি পারিবারিক ও সামাজিক অবহেলা, স্বাস্থ্য সচেতনতার অভাব, অধিকার থেকে বঞ্চিত করা খুব কাছ থেকে দেখে আসছি আর আমি নিজে যেহেতু একজন মেয়ে তাই বিষয়গুলো অনুভবও করেছি। সেই জায়গা থেকেই এই অবহেলিত নারীদের জন্য কিছু করার ইচ্ছে অনেকদিনের। কিন্তু বিষয়গুলো একা ঠিকটাক গুছিয়ে উঠতে পারছিলাম না। অবশেষে আমাদের ম্যানেজিং ডিরেক্টর উজ্জ্বল সাহা’র সার্বিক সহযোগিতায় চলতি বছর ১লা মে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ‘প্রজেক্ট উই’ (উইমেন ইমপাওয়ারমেন্ট)। তবে আমাদের শুরুর গল্পটা খুব সহজ ছিলো না। নারীবাদীসহ বিভিন্ন ট্যাগ দিয়ে আমাদেরকে অনেকে থামিয়ে দিতে চেয়েছে। কিন্তু আমরা সবসময়ই দৃঢ় কন্ঠে বলেছি, হ্যাঁ, বেগম রোকেরা আর ইশ্বরচন্দ্র বিদ্যাসাগররা যে নারীবাদে বিশ্বাস করতেন আমরাও সে পথেই হাঁটছি। বলছিলেন ‘প্রজেক্ট উই’ এর প্রধান ও খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ১৯ ব্যাচের শিক্ষার্থী অর্ণিশা বিশ্বাস।
‘প্রজেক্ট উই’ (উইমেন ইমপাওয়ারমেন্ট) একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যারা মুলত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নারীদের ক্ষমতায়ন ও অধিকার সচেতনতা নিয়ে কাজ করে যাচ্ছে। সংগঠনটির কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্যে একজন প্রধান এবং বিশেষায়িত ৬ টি টিমে প্রায় ৩০ জন নির্বাহী সদস্য কাজ করছেন। এছাড়াও ৪০ জন এ্যম্বাসডর যুক্ত আছেন কোর টিমের সাথে।
এ কার্যক্রমের সাথে জড়িত একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, এই করোকালেও নারীদের ঋতুকালীন ও গর্ভাবস্থায় স্বাস্থ্য সচেতনতা ও অধিকার সচেতনতামুলক বার্তা পৌঁছে দিয়েছে। তাছাড়া ‘প্রজেক্ট উই’ এর সদস্যদের সহযোগিতায় গত ঈদুল আজহায় ২৫ টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে। পাশাপাশি তারা”নারী” নামে একটি ফটোগ্রাফি এবং বুক রিভিউ প্রতিযোগিতারও আয়োজন করেছে।
তারা আরও জানায়, আমাদের দেশে প্রতিনিয়ত যে ধর্ষণ আর হত্যার ঘটনা ঘটছে তা থেকে নারীরা যাতে নিজেদেরকে রক্ষা করতে পারে সেই লক্ষ্যে ১৪ই আগষ্ট “সেল্ফ ডিফেন্স অনলাইন ওয়ার্কশপ” এর আওতায় সারাদেশে থেকে ৬০ জন নারীকে প্রশিক্ষণ দিতে সক্ষম হয়েছে তারা। এ ওয়ার্কশপে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্ল্যাকবেল্ট, ফার্স্ট ড্যান ও সিতো র্যু ইসরাত রেজয়ানা তিশা।
ভবিষ্যতে পরিকল্পনার ব্যাপারে তারা জানান, দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা মাঠ পর্যায়ে কাজ শুরু করবো। নারীদের সার্বিক মুক্তি ঘটানোই তাদের শেষ গন্তব্য।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ