নারায়ণগঞ্জ বাস চাপায় মা-মেয়েসহ নিহত ৩
দক্ষিণাঞ্চল ডেস্ক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাস চাপায় এক নারী ও তার মেয়েসহ তিনজন নিহত হয়েছেন; এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ কাইয়ুম আলী জানান, উপজেলার কাঁচপুর মোড়ের ঢাকা-সিলেট মহাসড়কে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার দেবী রাণী (৫৫), তার মেয়ে সঙ্গীতা (৩৫) ও তাদের আত্মীয় বর্ষা। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার ল²ীনারায়ণ আখড়া থেকে রথযাত্রার মিছিলে যান তারা। সন্ধ্যায় সেখান থেকে মন্দিরে প্রার্থনায় অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে ঢাকা থেকে সিলেটগামী রাসেল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতদের লাশ উদ্ধার এবং বাসটিকে আটক করে। তবে দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়ে যায়।