নর্দান ইউনিভার্সিটির ভিসি’র গ্লোবাল একাডেমিক লিডারশীপ প্রাপ্তি
খবর বিজ্ঞপ্তি
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনার, উপাচার্য, প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুলাহ, স¤প্রতি গবেষণায় ও উচ্চশিক্ষা অসামান্য অবদানের জন্য ‘‘গঞঈ এষড়নধষ কর্তৃক অত্যন্ত মর্যাদাপূর্ণ ঙঁঃ ঝঃধহফরহম অপধফবসরপ খবধফবৎংযরঢ় অধিৎফ ২০১৯’’ এ ভূষিত করেছে।
আগামী ৭ই সেপ্টেম্বর ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিতব্য ৯ম বিশ্বশিক্ষা সামিট অনুষ্ঠানে তাকে এই পদক প্রদান করা হবে। তার এই উচ্চশিক্ষায় অসামান্য অবদানের জন্য ঘটইঞক পরিবার আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছে’।