নতুন সাজে সেজেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।
চারিদিকে যখন শীতের হাওয়া বইছে তখন খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যেন সেজেছে নতুন সাজে। নানা রকমের ফুলের সমারোহ লক্ষ্য করা যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং একই সাথে ফুলের গন্ধে যেন মাতোয়ারা পুরো ক্যাম্পাস। আর এই ফুলের সৌন্দর্য টেনে আনছে বাইরে থেকেও ঘুরতে আসা বিভিন্ন বয়সের মানুষদের।
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আছে লাল শাপলা,ডালিয়া, জিনিয়া, গাঁদা ,স্নো বল ,সালভিয়া সহ আরো অনেক ফুল। প্রায় অর্ধশতাধিক রকমের ফুল ফুটেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদ্যোগে বিভিন্ন জায়গায় গড়ে তোলা হয়েছে ফুলের বাগান।
প্রায় প্রতিদিনই খুলনা বিশ্ববিদ্যালয়ের এই নতুন সাজ দেখতে যাচ্ছে ছোট বড় বিভিন্ন বয়সের মানুষেরা। একটু অবসর পেলে আপনিও ঘুরে আসতে পারেন ক্যাম্পাস থেকে।
প্রায় প্রতিদিনই ফুলে ফুলে সুশোভিত এই ক্যাম্পাসে ভিড় জমায় দর্শনার্থীরা এবং পরিবার পরিজন ও বন্ধু বান্ধব সহ একসাথে ছবি তুলেন। সুশোভিত এই ক্যাম্পাসে এখন একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।