নতুন দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসছেন তাইবু
তাতেন্দা তাইবু। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে অনেক পরিচিত একটি নাম। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক। জিম্বাবুয়ে দলকে নিয়ে বাংলাদেশে অনেকবারই এসে খেলে গেছেন। শুধু তাই নয়, বাংলাদেশের ঘরোয়া লিগেও খেলেছেন তিনি।
এবার নতুন একটি পরিচয়ে বাংলাদেশে আসছেন জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ক। বাংলাদেশে নতুন একটি দায়িত্ব পালন করবেন তিনি।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ক্রিকেট কোচ হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে তাতেন্দা তাইবুকে। বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা কোচ নাজমুল আবেদীন ফাহিম মিডিয়াকে জানিয়েছেন এ তথ্য।
ফাহিম বলেন, ‘দু’জন বিদেশি কোচ নিয়োগের অনুমতি চেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়েছে। এদের একজন তাইবু, অন্যজন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার অ্যান্ডি কোটাম। নিয়োগ হলে তারা কেন্দ্রীয় বিকেএসপিতে কাজ করবেন।’
টাইবু ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন। খেলা ছেড়ে কোচিং পেশায় যোগ দেন তিনি। বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করা সাবেক ইংলিশ ক্রিকেটার কোটাম অপরিচিত। ইন্দোনেশিয়ার নারী ক্রিকেট দল ও এইচপির দলের কোচ ছিলেন তিনি।