April 28, 2024
আন্তর্জাতিক

নতুন অর্থবছরে ২ মাসেই যুক্তরাষ্ট্রের ঘাটতি ৪৩০ বিলিয়ন ডলার

নতুন অর্থবছরে প্রথম দুই মাসেই যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৪৩০ বিলিয়ন ডলার। গত বছরের অক্টোবর-নভেম্বরের তুলনায় দেশটিতে এবছর ঘাটতি বেড়েছে অন্তত ২৫ দশমিক ১ শতাংশ।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ জানিয়েছে, গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া চলতি অর্থবছরের প্রথম দুই মাসে তাদের ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৪২৯ দশমিক ৩ বিলিয়ন ডলার। গত বছরের অক্টোবর-নভেম্বরে এর পরিমাণ ছিল ৩৪৩ দশমিক ৩ বিলিয়ন ডলার।

রাজস্ব থেকে কোনও দেশের সরকারের আয় এবং মোট ব্যয়ের পার্থক্যই হচ্ছে সে দেশের বাজেট ঘাটতি। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় বেড়েছে রেকর্ড পরিমাণে, রাজস্ব আয় কমার ক্ষেত্রেও নতুন রেকর্ড গড়েছে তারা।

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় প্রায় ৮ দশমিক ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৮৬ দশমিক ৬ বিলিয়ন ডলার। সেই তুলনায় রাজস্ব আয় ২ দশমিক ৯ শতাংশ কমে হয়েছে ৪৫৭ দশমিক ৩ বিলিয়ন ডলার।

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া অর্থবছরে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশে বাজেট ঘাটতির পরিমাণ পুরনো সব রেকর্ড ভেঙে দাঁড়িয়েছিল ৩ দশমিক ১ ট্রিলিয়ন ডলার। করোনাভাইরাস মহামারির আঘাত সামলাতে মার্কিন কংগ্রেসের পাস করা ট্রিলিয়ন ডলারের ব্যয় যোগ হওয়ায় ঘাটতির পরিমাণ এভাবে ফুলেফেঁপে ওঠে। একই সময় চরম অর্থনৈতিক মন্দার কারণে লাখ লাখ মানুষ চাকরি হারানোয় কমে যায় রাজস্ব আয়।

আরও এক ট্রিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন দেয়ার বিতর্ক চলছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে। পাস হলে এটিও যোগ হবে চলতি অর্থবছরে ব্যয়ের খাতায়।

কংগ্রেসনাল বাজেট অফিসের পূর্বাভাস অনুসারে, চলতি অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি দাঁড়াতে পারে মোট ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার। আগামী ২০৩০ সাল পর্যন্ত প্রতিবছরই এক ট্রিলিয়ন ডলারের বেশি ঘাটতি বইতে হতে পারে দেশটিকে।

গত অর্থবছরে ৩ দশমিক ১ ট্রিলিয়ন ডলার ঘাটতির আগে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বাজেট ঘাটতির রেকর্ড ছিল ২০০৯ সালের ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার। ২০০৮ সালের মহামন্দার আঘাত সামলাতে তখন ধুঁকছিল দেশটি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *