April 30, 2024
আঞ্চলিককরোনালেটেস্ট

নগরীর ১২টি ওয়ার্ডসহ ১৪ পয়েন্টকে ‘রেড জোন’ করার সুপারিশ

দ. প্রতিবেদক
করোনা সংক্রমণ এড়াতে খুলনার ১৪টি পয়েন্টকে ‘রেড জোন’ করার সুপারিশ করেছেন জেলা সিভিল সার্জন। এসব পয়েন্ট হচ্ছে- খুলনা মহানগরীর ৮, ৯, ১৪, ১৬, ১৭, ১৮, ১৯, ২১, ২২, ২৪, ২৮ ও ৩০ নম্বর ওয়ার্ড এবং দিঘলিয়া উপজেলার সেনহাটি ও রূপসা উপজেলার আইচগাতি এলাকা।
আজ মঙ্গলবার বিকালে এসব এলাকাকে রেড জোন করার সুপারিশ জানিয়ে জেলা প্রশাসক ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে চিঠি দেওয়া হয়েছে। খুলনা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের মাত্রা বেশি- এমন এলাকাগুলোকে ‘রেড জোন’ ঘোষণা করার উদ্যোগ নিয়েছে সরকার। এসব এলাকায় লকডাউনসহ সাধারণ ছুটিন ঘোষনা করা হতে পারে। জানা যায়, খুলনায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৪৪৫ জন। এর মধ্যে মারা গেছে ৮ জন।
জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, ‘জোনভিত্তিক লকডাউনের মাধ্যমে করোনা পরিস্থিতি মোকাবিলা করার পরিকল্পনা করা হয়েছে। কোথায় লকডাউন হবে তার তালিকা স্থানীয় প্রশাসন ঠিক করবে। তবে অধিক সংক্রমণ এলাকা চিহ্নিত করে জেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *