নগরীর জোড়াগেটে কেসিসি’র কোরবানির পশুর হাট উদ্বোধন
দ. প্রতিবেদক
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীর জোড়াগেট বাজার চত্বরে কোরবানির পশুর হাট শুরু হয়েছে। খুলনা মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে পশুর হাটের উদ্বোধন করেন। হাট পরিচালনা কমিটির আহবায়ক কাউন্সিলর মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মোঃ আমিনুল ইসলাম মুন্না ও মোঃ আলী আকবর টিপু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নগর আ’লীগের সাধারণ সম্পাদক বলেন, কেসিসি’র ব্যবস্থাপনায় প্রতিবছর জোড়াগেট পশুর হাট সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে। ফলে এ হাটটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ পশুর হাটে পরিণত হয়েছে এবং ক্রেতাদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। বর্তমান কোভিড পরিস্থিতির কারণে তিনি সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
র্যাব, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে হাটের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করাসহ সিসি ক্যামেরা স্থাপন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় জাল নোট শনাক্তকরণ বুথ ও ব্যাংক বুথ স্থাপন ও কম্পিউটারাইজড পদ্ধতিতে হাসিল পরিশোধের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া হাটে আগতদের চিকিৎসা ও পশু চিকিৎসা ব্যবস্থাপনা, খাবার হোটেল, পাবলিক টয়লেটসহ সকল সুব্যবস্থা রাখা হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতির কারণে বয়স্ক ও শিশুদের হাটে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করাসহ সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি নিশ্চিতকল্পে মাক্স ব্যবহার বাধ্যতামূলক করা এবং হাটের প্রবেশ পথে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে।www.kcchaat.com ওয়েবসাইটের মাধ্যমেও পশু ক্রয়-বিক্রয় করা যাবে। ঈদের দিন সকাল পর্যন্ত হাটটি চালু রাখা হবে।
কেসিসি’র কাউন্সিলর আলহাজ্ব ইমাম হাসান চৌধুরী ময়না, মোঃ সাইফুল ইসলাম, শেখ মোহাম্মদ আলী, মোঃ ডালিম হাওলাদার, এমডি মাহফুজুর রহমান লিটন, আশফাকুর রহমান কাকন, সংরক্ষিত আসনের কাউন্সিলর সাহিদা বেগমসহ কেসিসি ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কেএমপি ও জেলা পুলিশের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়