নগরীতে ৪৬৭ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৬
দ. প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪৬৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭০ গ্রাম গাঁজাসহ ছয়জনকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ছয়টি মাদক মামলা রুজু করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েনে কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) কানাই লাল সরকার।
আটককৃতরা হলেন- নগরীর শেখপাড়াস্থ মৃত খোকন ঢালীর ছেলে মোঃ নয়ন ঢালী (১৯), একই এলাকার মোঃ খালেক হাওলাদারের ছেলে মোঃ ইমন হোসেন (২১), মোহাম্মদ নগরের মোঃ আব্দুল কাদের হাওলাদারের ছেলে মোঃ প্রীতম হাওলাদার (২২), খালিশপুরের মোঃ মেহেদী হাসান রতনের স্ত্রী মোসাঃ তামান্না আক্তার (২৪), ফুলতলার ধোপাখোলা এলাকার মৃতঃ জিয়াউর রহমানের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম বাবু (৩৫) এবং গিলাতলা দক্ষিণপাড়ার মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩২)।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ